প্রথমে আপনাকে OLT তে লগিন করতে হবে।
তারপর Enable mode এ যেতে হবে। এজন্য আপনাকে লগিন এর পর enable লিখে Enter দিলে enable mode এ চলে যাবেন। এখন আপনাকে configure mode এ যেতে হবে, তার জন্য আপনাকে এখন config লিখে Enter দিতে হবে।
এরপর আপনাকে Gpon সিলেক্ট করতে হবে, তার জন্য আপনাকে কমান্ড লিখতে হবে interface gpon ( gpon number ) as like interface gpon 0/2 .
তারপর no কমান্ড দিয়ে onu number দিতে হবে, এজন্য আপনাকে কমান্ড লিখতে হবে no gpon bind-onu sequence ( onu number )
তারপর অবশ্যই আপনাকে সেভ করার জন্য সেভ কমান্ড দিতে হবে, না হলে OLT Restart হওয়ার পর আবার আগের কনফিগারে ফিরে আসবে। সেভ দাওয়ার জন্য gpon থেকে exit কমান্ড দিয়ে বের হতে হবে। তারপর write all লিখে Enter দিলে সেভ হয়ে যাবে।
OLT#enable
OLT#config
OLT_config#interface gpoN 0/2
OLT_config_gpon0/2#no gpon bind-onu sequence 5
OLT_config_gpon0/2#exit
OLT_config#write all
« Go back
Powered by Help Desk Software HESK, in partnership with SysAid Technologies