Knowledgebase
INFO ISP > Support Ticket > Knowledgebase

Search help:


How To Disable ONU In BDCOM OLT

Solution

প্রথমে আপনাকে OLT তে লগিন করতে হবে।

তারপর Enable mode এ যেতে হবে। এজন্য আপনাকে লগিন এর পর enable লিখে Enter দিলে enable mode এ চলে যাবেন। এখন আপনাকে configure mode এ যেতে হবে, তার জন্য আপনাকে এখন  config লিখে Enter দিতে হবে।

এরপর আপনাকে Gpon সিলেক্ট করতে হবে, তার জন্য আপনাকে কমান্ড লিখতে হবে interface gpon ( gpon number ) as like interface gpon 0/7 .

তারপর gpon disable-onu  কমান্ড দিয়ে onu mac address  দিতে হবে, এজন্য আপনাকে কমান্ড লিখতে হবে gpon disable-onu 4244434D625B3D28 ( onu mac address )

তারপর অবশ্যই আপনাকে সেভ করার জন্য সেভ কমান্ড দিতে হবে, না হলে OLT Restart হওয়ার পর আবার আগের কনফিগারে ফিরে আসবে। সেভ দাওয়ার জন্য gpon থেকে exit কমান্ড দিয়ে বের হতে হবে। তারপর write all লিখে Enter দিলে সেভ হয়ে যাবে।

OLT#enable

OLT#config

OLT_config#interface gpoN 0/7

OLT_config_gpon0/7#gpon disable-onu 4244434D625B3D28

OLT_config_gpon0/7#exit

OLT_config#write all

 

 
Was this article helpful? yes / no
Article details
Article ID: 3
Category: Knowledgebase
Views: 89
Rating (Votes): Article not rated yet (0)

 
« Go back

 
Powered by Help Desk Software HESK, in partnership with SysAid Technologies